kalerkantho

শনিবার । ২০ আষাঢ় ১৪২৭। ৪ জুলাই ২০২০। ১২ জিলকদ  ১৪৪১

সৌদিতে গোলাগুলি : নিহত ৬

কালের কণ্ঠ অনলাইন   

২৭ মে, ২০২০ ১৫:৪৭ | পড়া যাবে ১ মিনিটেসৌদিতে গোলাগুলি : নিহত ৬

প্রতীকী ছবি

সৌদি আরবে গোলাগুলির ঘটনা ঘটেছে।দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের এ ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুটি পরিবারের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। 

সৌদি পুলিশের মুখপাত্র বুধবার এ তথ্য নিশ্চিত করেন। 

পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জায়েদ আল-ডাব্বাশ জানান, মঙ্গলবার আসির প্রদেশে এ সহিংস ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। 

পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, নিহতরা সবাই সৌদি নাগরিক। 

তিনি বলেন, এ অপরাধে ব্যবহৃত অস্ত্র জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত করছেন প্রসিকিউটররা। 

সৌদিতে এ ধরনের ঘটনা (মাস শুটিং) বিরল। 

এদিকে, এই গোলাগুলির ঘটনা সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পর্কিত কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি পুলিশ। 

সূত্র : নিউ ইয়র্ক টাইমস 

মন্তব্যসাতদিনের সেরা