kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

২৫ ডলারের ওষুধ করোনা সারাতে সহায়তা করছে

কালের কণ্ঠ অনলাইন   

২২ মে, ২০২০ ১৬:৩৪ | পড়া যাবে ২ মিনিটে২৫ ডলারের ওষুধ করোনা সারাতে সহায়তা করছে

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫২ লাখ ১৪ হাজার ১৯ জন এবং প্রাণহানি ঘটেছে অন্তত তিন লাখ ৩৪ হাজার নয়শ ৯৭ জনের।

সারাবিশ্বের গবেষকরা চেষ্টা করছেন করোনার টিকা এবং আক্রান্তদের চিকিৎসার ওষুধ উদ্ভাবনের। কিন্তু এখন পর্যন্ত করোনাভাইরাসের টিকা কিংবা চিকিৎসার ওষুধ  আবিষ্কার করতে পারেননি সারাবিশ্বের কোনো বিজ্ঞানি। 

সে কারণে করোনার বিভিন্ন উপসর্গ দেখে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। ক্ষেত্র বিশেষে অনেককে লাইফ সাপোর্টে নিতে হচ্ছে। 

যুক্তরাষ্ট্রের গবেষকরা বলছেন, সে দেশের তৈরি ওষুধ রেমডেসিভির করোনায় কাজে দিচ্ছে। গবেষকরা আরো বলছেন, রেমডেসিভিরের সঙ্গে এইচআইভি'র ওষুধ ব্যবহারে করোনা রোগী সেরে উঠছে। এইচআইভির ওষুধ ও রেমডেসিভির একসঙ্গে ব্যবহার করলেও কিছু রোগীর হার্টের সমস্যা গুরুতর হয়ে যাচ্ছে। ফলে রক্ত জমাট বাঁধা ও রক্ত স্বাভাবিক থাকার  সমস্যা কাটাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

বিজ্ঞানিরা বলছেন, উচ্চ রক্তচাপের ওষুধ করোনা রোগীর জীবন বাঁচাতে সহায়ক হবে। সেই ওষুধটির নাম প্রাজোসিন। 

করোনা আক্রান্ত হয়ে যেসব রোগী একেবারে গুরুতর হয়ে পড়ছেন, এই ওষুধ ব্যবহারে তাদের জীবনের ঝুঁকি কমে যেতে পারে। আর প্রাজোসিন এক মাস ধরে খেতে খরচ পড়বে ২৫ ডলার।

সূত্র : বিজিআর

মন্তব্যসাতদিনের সেরা