kalerkantho

রবিবার। ২৪ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৭ জুন ২০২০। ১৪ শাওয়াল ১৪৪১

করোনা থামলেও হাত মেলানো যাবে না, ফাউসি'র পরামর্শ

কালের কণ্ঠ অনলাইন   

৯ এপ্রিল, ২০২০ ১২:১৯ | পড়া যাবে ১ মিনিটেকরোনা থামলেও হাত মেলানো যাবে না, ফাউসি'র পরামর্শ

হোয়াইট হাউসে করোনাভাইরাস টাস্ক ফোর্সের অন্যতম মুখ এবং ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকটিয়াস ডিসিসের দীর্ঘ সময়ের পরিচালক ডা. অ্যান্থনি ফাউসি বলেছেন, মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলে আসার পরেও হাত মেলানোর সংস্কৃতি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাওয়া উচিৎ। করোনাভাইরাাস পরবর্তী পৃথিবীতে এই সংস্কৃতিটা অতীত হয়ে যাওয়া দরকার বলে মনে করেন তিনি।

ফাউসি বলেন, একটা সমাজে এই সংস্কৃতিটা একেবারে ভুলে যাওয়া দরকার। হাত মেলানোর প্রয়োজন নেই আমাদের। আমরা সেই রীতি ভেঙে ফেলেছি। কারণ, এভাবে হাত মেলানোর ফলে শ্বাস-প্রশ্বাসজনিত অসুখ হয়।

তিনি আরো বলেন, আমি মনে করি- আমরা যে ধরনের অভিজ্ঞতা অর্জন করছি, তা চিরকাল মনে রাখব। পৃথিবীতে বর্তমানে যা হচ্ছে, তা থেকে অভিজ্ঞতা কাজে লাগাতে না পারলে ভবিষ্যতেও বিপর্যয় ঘটতে পারে।

৭৯ বছর বয়সী ফাউসি লাইমলাইটে চলে আসেন করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে প্রেস ব্রিফিংয়ের জেরে। শারীরিক দূরত্বের কথা বলে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

তিনি বলেছেন, ১০ জনের বেশি মানুষের জমায়েত করা যাবে না। সবাইকে অন্তত ছয় ফুট দূরে অবস্থান করতে হবে।

মন্তব্যসাতদিনের সেরা