kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

৫০ কোটি মানুষকে গরিব বানাতে পারে করোনাভাইরাস

কালের কণ্ঠ অনলাইন   

৯ এপ্রিল, ২০২০ ১১:০৭ | পড়া যাবে ১ মিনিটে৫০ কোটি মানুষকে গরিব বানাতে পারে করোনাভাইরাস

করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার জেরে বিশ্বব্যাপী ৫০ কোটি মানুষ দরিদ্র হয়ে যেতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মোকাবেলায় আর্থিক ও মানবিক ব্যয় নিয়ে জাতিসংঘের এক গবেষণা থেকে এই নির্মম সতর্কতা বেরিয়ে এসেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছরের মধ্যে বিশ্বজুড়ে দরিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে বাড়তে যাচ্ছে। জাতিসংসংঘের হয়ে গবেষণাটি করেছে কিংস কলেজ লন্ডন এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক ক্রিস্টোফার হোয় বলেন, অর্থনৈতিক সঙ্কটটি সম্ভবত স্বাস্থ্য সঙ্কটের চেয়েও মারাত্মক হতে যাচ্ছে।

ফলে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রা ছিল জাতিসংঘের, করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার জেরে তা ভেস্তে যাচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা