kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

করোনা মহামারীর মাঝেও দুটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মার্চ, ২০২০ ২১:৫৬ | পড়া যাবে ২ মিনিটেকরোনা মহামারীর মাঝেও দুটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

গোটা বিশ্ব লড়াই করছে করোনা মহামারীর বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতেও মিসাইল থামাচ্ছেন না কিম জং উন। চলতি মাসে এই নিয়ে চারবার মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া।

রবিবার পরপর দুটি মিসাইল ছোঁড়া হয় উত্তর কোরিয়া থেকে। দুটোই সঠিক ব্যালিস্টিক মিসাইল বলে জানা গিয়েছে। দক্ষিণ কোরিয়ার তরফ থেকে এই খবর জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার বন্দর শহর উনসান থেকে ছোড়া হয়েছে এই মিসাইল, যা গিয়ে পড়েছে জাপানের সমুদ্রে। এই সমুদ্র ইস্ট সি হিসেবে পরিচিত। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর তরফ থেকে বার্তায় জানানো হয়েছে প্রায় ২৩০ কিলোমিটার উড়ে গিয়ে পড়েছে ওই মিসাইল। দক্ষিণ কোরিয়া তাদের বিবৃতিতে বলেছে, যখন গোটা বিশ্ব করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করছে, তখন এই ধরনের ঘটনা অত্যন্ত অনভিপ্রেত।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, জাপানের জলসীমা পেরোতে পারেনি ওই মিসাইল। আমেরিকার সঙ্গে আলোচনার পর দীর্ঘদিন চুপচাপ ছিল উত্তর কোরিয়া। কঠিন পরিস্থিতিতে এর যুদ্ধের মনোভাব নিয়ে এগোচ্ছেন কিম জং উন।

সপ্তাহ খানেক আগে এভাবেই পরপর দুটি মিসাইল ছুঁড়তে দেখা গিয়েছিল উত্তর কোরিয়াকে। এরপরই উত্তর কোরিয়া জানিয়েছিল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁদের চিঠি দিয়ে একসঙ্গে কাজ করার আবেদন জানিয়েছেন।

আমেরিকার তরফ থেকেও সেই চিঠির কথা স্বীকার করা হয়। বিশ্ব মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য ট্রাম্প ওই চিঠি দিয়েছিলেন বলে জানা গিয়েছে।

পাশাপাশি, আমেরিকার ‘বন্ধু রাষ্ট্র’ হিসাবে পরিচিত জাপান ও দক্ষিণ কোরিয়াকে চটিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে হাত মেলাতে কেন উদ্যোগ নিলেন ট্রাম্প, তা নিয়েও উঠছে প্রশ্ন। এর আগে বিশ্ব সংকটের মধ্যে উত্তর কোরিয়ার এহেন মিসাইল উৎক্ষেপণের আচরণের তীব্র নিন্দা জানিয়েছিল দক্ষিণ কোরিয়া।

মন্তব্যসাতদিনের সেরা