kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

যেসব কারণে সামাজিক দূরত্ব বয়কট করতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মার্চ, ২০২০ ১৫:৪১ | পড়া যাবে ২ মিনিটেযেসব কারণে সামাজিক দূরত্ব বয়কট করতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার আতঙ্কে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখছে মানুষ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভিন্ন কথা। তাদের মতে, মানুষের সাথে সামাজিক যোগাযোগ রাখলে মানুষের মন ভালো থাকে আর সামাজিক দূরত্ব বজায় রাখা কোন ভালো সমাধান না। 

করোনা আতঙ্কে এরই মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিকে অনেক গুরুত্ব দিচ্ছে মানুষ।  তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এর উল্টো।  সামাজিক দূরত্ব বিষয়টিকে বাদ দিয়ে সবার সাথে যোগাযোগ রাখতে বলা হচ্ছে। করোনা রোধে সামাজিক দূরত্বের বিষয়টি চাপিয়ে দেওয়া হচ্ছে সবার উপর। তাদের ধারণা একে অন্যের সাথে দূরত্ব করোনা না ছড়ানোর পক্ষে কাজ করবে। 

ডাব্লিউিএইচওর এপিডিমিওলজিস্ট মারিয়া কারখোভ বলছেন, আমরা দূরত্বের বিষয়টি পরির্তন করতে চাচ্ছি, কারণ আমরা চাই মানুষ একে অন্যের সাথে যোগাযোগ করুক, ভালো সম্পর্ক বজায় রাখুক। বিশেষজ্ঞরা বলছেন মানুষ চাইলে অনেক ভাবে যোগাযোগ করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফোনে একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে যা দূরত্বের মত বিষয়টিকে পুরোপুরি বাদ দিতে পারে। 
এর আগে মনোবিজ্ঞানীরা বলেন, সামাজিক দূরত্ব মানুষের মনের উপর খুব নেতিবাচক প্রভাব ফেলবে। দ্যা ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাতকারে এক মনোবিজ্ঞানী জানান এর প্রভাব খুব ক্ষতিকর হতে পারে। সামাজিক দূরত্বকে বাদ দেওয়ার বিষয়ে কথা বলেছেন বিশ্বের অনেক খ্যাতনামা মনোবিজ্ঞানী। অনেকের মতে এখনকার এই সামাজিক দূরত্ব পরবর্তিতে সংকটকালীন সময়ে সমস্যা হয়ে দাঁড়াবে। 
করোনার এই মহামারীর সময়ে সবাইকে মানসিক ভাবে সুস্থ থাকার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মন্তব্যসাতদিনের সেরা