kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

সুস্থ হয়ে উঠলেন ১০১ বছরের করোনা আক্রান্ত বৃদ্ধ!

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০২০ ০৯:৫৩ | পড়া যাবে ১ মিনিটেসুস্থ হয়ে উঠলেন ১০১ বছরের করোনা আক্রান্ত বৃদ্ধ!

বয়স মানে না বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস। গতকাল শুক্রবার ভারতের কর্নাটকে ১০ মাসের এক বাচ্চার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। আবার এমনই সংকটজনক পরিস্থিতিতে ইতালিতে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন ১০১ বছরের করোনা আক্রান্ত এক বৃদ্ধ। 

জানা গিয়েছে, ১০১ বছরের ওই বৃদ্ধের বাড়ি ইতালির রিমিনিতে। মিস্টার পি নামের ওই ব্যক্তিকে ইতিমধ্যেই তাঁর পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গিয়েছেন।

এ ব্যাপারে রিমিনির ভাইস মেয়র গ্লোরিয়া লিসি গণমাধ্যমকে জানিয়েছেন, ১৯১৯ সালে জন্মগ্রহণ করেন ওই ব্যক্তি। গত সপ্তাহেই তাঁর শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি ধরা পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

তিনি আরো বলেন, '১০০ বছরের বৃদ্ধের সুস্থ হয়ে যাওয়ার পর আমরা সবাই এখন গোটা দেশে আশার আলো দেখছি।'

মেয়রের কথায়, 'রোজ ঘুম থেকে উঠি খারাপ খবর শুনে। এই ভাইরাসের কবলে প্রাণ হারাচ্ছেন মূলত বয়স্ক মানুষজনই। এরই মাঝে ১০০ বছরেরও কোনও এক ব্যক্তি সুস্থ হলেন। এ যেন সত্যিই খুশির খবর।'
সূত্র : এই সময়

মন্তব্যসাতদিনের সেরা