kalerkantho

মঙ্গলবার । ১৭ চৈত্র ১৪২৬। ৩১ মার্চ ২০২০। ৫ শাবান ১৪৪১

এবার করোনায় আক্রান্ত স্পেনের উপ-প্রধানমন্ত্রী

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মার্চ, ২০২০ ০৮:০৪ | পড়া যাবে ১ মিনিটেএবার করোনায় আক্রান্ত স্পেনের উপ-প্রধানমন্ত্রী

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেনের উপ-প্রধানমন্ত্রী কারমেন ক্যালভো। তাঁকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে স্প্যানিশ সরকার।

জানা গেছে, এর আগে কারমেনের করোনা টেস্ট করানো হয়েছিল। কিন্তু সেবার ফলাফল নেগেটিভ এসেছিল। এরপর সন্দেহ হওয়ায় মঙ্গলবার আবারো তার রক্তের নমুনা পরীক্ষা করা হয়। এবারের ফলাফলে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৬ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। এতে ইতালির পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে স্পেনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে মারা গেছেন ৪৫৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩  হাজার ৪৪৫ জনে। আর গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৫৩ জন। এ নিয়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৪৭ হাজার ৬১১ জন।

মন্তব্যসাতদিনের সেরা