kalerkantho

মঙ্গলবার । ১৭ চৈত্র ১৪২৬। ৩১ মার্চ ২০২০। ৫ শাবান ১৪৪১

করোনাভাইরাস

প্রথম-নবম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই পাস করাবে তামিলনাডু সরকার

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মার্চ, ২০২০ ২১:৪৩ | পড়া যাবে ১ মিনিটেপ্রথম-নবম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই পাস করাবে তামিলনাডু সরকার

করোনভাইরাস ছড়িয়ে পড়া রোধে তামিলনাড়ুতে লকডাউন চলছে। এই কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমন অবস্থায় প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের এই বছর পরীক্ষা ছাড়াই পাস করিয়ে দেওয়া হবে। আজ বুধবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপ্পাডি কে পালানিস্বামি এই ঘোষণা দিয়েছেন।

ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছেই। আজ তামিলনাডুতে মারা গেছেন এক করোনা আক্রান্ত রোগী। যার জেরে ভারতের করোনায় মৃতর সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১৩ জনে। এর মধ্যে দু’জন বিদেশি নাগরিক। মাদুরাইতে করোনা পজিটিভ অবস্থায় ভর্তি ছিলেন তিনি। বুধবার ভোরে মৃত্যু হয় ওই ব্যক্তির। জানা গেছে, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল ওই ব্যক্তি।

গতকাল মঙ্গলবার মোদি নিজের ভাষণে বুধবার থেকে দেশ লকডাউনের ঘোষণা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটাও এক ধরনের কারফিউ। কেউ বাড়ি থেকে বের হতে পারবেন না। এভাবেই করোনাভাইরাস থেকে বাঁচানো সম্ভব।’ এদিকে তামিলনাডুতে চলছে লকডাউন। প্রদেশটির সব চা দোকানও বন্ধ ঘোষণা করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা