kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

বাংলাদেশি বা পাকিস্তানির তথ্য দিলেই ৫০০০ রুপি পুরস্কার

কালের কণ্ঠ অনলাইন   

২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০৯:৫৬ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশি বা পাকিস্তানির তথ্য দিলেই ৫০০০ রুপি পুরস্কার

সম্প্রতি ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জনমত শক্তিশালী হয়ে উঠেছে। এ অবস্থায় ভারতের মহারাষ্ট্রে দেয়ালে শোভা পাচ্ছে অবৈধ বাংলাদেশি ও পাকিস্তানিদের ধরিয়ে দিলে পাঁচ হাজার রুপি পুরস্কারের ঘোষণা।

সম্প্রতি ভারতীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে পোস্টারটির ছবি। পোস্টারটি প্রকাশ করেছে ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার পেসিডেন্ট রাজ থাকরে

পোস্টারটি মারাঠি ভাষায় লেখা। মহারাষ্ট্রের আওরঙ্গবাদের দেয়ালে লাগানো ওই পোস্টারে বলা হয়েছে, যারা পাকিস্তানি কিংবা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে সঠিক তথ্য দেবে তাদের এই অর্থ প্রদান করা হবে।

মারাঠি ভাষায় ওই পোস্টারে লেখা-
पाकिस्तान आणि
बांग्लादेशी घुसखोरांची
रोख 5000/ रुपये देण्यात येतील
महाराष्ट्र नवनिर्माण सेना संभाजीनगर

যার অর্থ হচ্ছে- পাকিস্তান এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ৫০০০/- রুপি নগদ
মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সামভাজিনগর।

এছাড়া সংগঠনটির ছাত্র শাখার নেতা আখিল চিত্রাও অবৈধ পাকিস্তানি ও বাংলাদেশিদের ধরিয়ে দিলে ৫ হাজার ৫৫৫ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সূত্র : এএনআই

মন্তব্যসাতদিনের সেরা