ইরানের ন্যানোটেকনোলজি হেডকোয়ার্টারের সচিব সাইয়ীদ সরকার বলেছেন, দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় দুটি কম্পানির সঙ্গে দেড় কোটি মাস্ক তৈরির ব্যাপারে চুক্তি স্বাক্ষর হয়েছে। এন৯৪ এবং এন৯৯ আকারের দেড় কোটি মাস্ক শিগগিরই তৈরি হবে।
তিনি আরো বলেছেন, এতো উন্নতমানের মাস্ক হাতেগোনা কয়েকটি দেশ তৈরি করতে পারে। হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে সেবাকর্মীরা সরাসরি আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত থাকেন। তাদের সুরক্ষার জন্য এসব মাস্ক সরবরাহ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশ এই মাস্ক ব্যবহার করে। এবার ইরান সেই মাস্ক উৎপাদন করে ব্যবহারের পথে হাঁটছে। জাপান, ব্রিটেন এবং জার্মানি এখন পর্যন্ত এ ধরনের মাস্ক তৈরি করতে পারে না। দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও চেক প্রজাতন্ত্রে যে মানের মাস্ক তৈরি হয়, সেই একই মানের মাস্ক ইরানে উৎপাদন হবে। কারণ মেশিন একই মানের কিনে নিয়েছে ইরান।
মন্তব্য