kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

চুয়াডাঙ্গায় একুশ উদযাপন

চুয়াডাঙ্গা প্রতিনিধি   

২১ ফেব্রুয়ারি, ২০২০ ১০:১০ | পড়া যাবে ১ মিনিটেচুয়াডাঙ্গায় একুশ উদযাপন

চুয়াডাঙ্গায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অমর একুশ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে একুশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন, জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজ, সিভিল সার্জনসহ জেলা পর্যায়ের কর্মকর্তা পুস্পমাল্য অর্পণ করেন।

সকাল ৭ টায় জেলা লোকমোর্চা, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, ওয়েভ ফাউন্ডেশন এবং স্কুল কলেজ প্রভাত ফেরিতে অংশ নেয়। পরে সরকারি কলেজ শহীদ মিনার পদদেশে ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে কবিতা পাঠ ও আবৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা