kalerkantho

শনিবার । ২১ চৈত্র ১৪২৬। ৪ এপ্রিল ২০২০। ৯ শাবান ১৪৪১

করোনাভাইরাসে তাইওয়ানে প্রথম মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৬ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:৪০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসে তাইওয়ানে প্রথম মৃত্যু

চীনে মহামারি আকার ধারন করা প্রাণঘাতী করোনাভাইরাসে এবার প্রতিবেশী তাইওয়ানে প্রথমবারের মতো একজনের মৃত্যুর ঘটনা ঘটলো।

দ্বীপদেশটির স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং রবিবার এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান।

তিনি বলেন, ষাটের কোঠায় থাকা বৃদ্ধ ওই ব্যক্তির আগে থেকেই ডায়াবেটিস ও হেপাটাইটিস বিতে আক্রান্ত ছিলেন।

কোভিড-১৯ নামে নভেল করোনাভাইরাসবাহী নতুন এই রোগে তাইওয়ানে এর আগে কেউ মারা যায়নি। তবে সব মিলে আক্রান্ত হয়েছে ২০ জন।

এর আগে চীনের মূল ভূখণ্ডের বাইরে নতুন এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হংকং, ফিলিপিন্স, জাপান ও ফ্রান্সে একজন করে মারা গেছে।

চীনে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ জনে। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ।

মন্তব্যসাতদিনের সেরা