kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

স্কুলভ্যানে আগুন, ভারতে জীবন্ত পুড়ে মৃত্যু চার শিশুর!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ২১:৫৩ | পড়া যাবে ১ মিনিটেস্কুলভ্যানে আগুন, ভারতে জীবন্ত পুড়ে মৃত্যু চার শিশুর!

ভারতে জীবন্ত অবস্থায় পুড়ে মারা গেল চার শিশু। দেশটির পাঞ্জাবের সাঙ্গরুর জেলার লোঙ্গোয়াল-সিডসমাচার সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, স্কুলভ্যানে আগুন লাগার কারণেই এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হল ওই চার শিশুকে।

পুলিশ সূত্রে খবর, ওই স্কুলভ্যানে মোট ১২ শিশু ছিল। আগুন লাগার পরক্ষণেই পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আট শিশুকে উদ্ধার করা সম্ভব হয়। পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, ওই ভ্যানটি স্কুল থেকে শিশু পড়ুয়াদের নিয়ে ফিরছিল।

অতি দ্রুততার সঙ্গে ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। টুইট করে অমরিন্দর সিং লিখছেন, সাঙ্গরুরের এই ঘটনায় আমি মর্মাহত, যেখানে স্কুলভ্যানে আগুন লাগার কারণে চার শিশুর মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাঙ্গরুরের ডিসি এবং এসএসপি ঘটনাস্থলেই আছেন এবং আমি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছি। অপরাধীদের কঠোর শাস্তি হবে।

মন্তব্যসাতদিনের সেরা