kalerkantho

শনিবার । ১০ ফাল্গুন ১৪২৬ । ২৩ ফেব্রুয়ারি ২০২০। ২৮ জমাদিউস সানি ১৪৪১

মিয়ানমারে মরছে শত-শত মহিষ!

কালের কণ্ঠ অনলাইন   

২৭ জানুয়ারি, ২০২০ ১৩:২৮ | পড়া যাবে ১ মিনিটেমিয়ানমারে মরছে শত-শত মহিষ!

মৃত মহিষ

মিয়ানমারের আরাকানে অজ্ঞাত রোগে ব্যাপক হারে মারা যাচ্ছে মহিষ। এ পর্যন্ত সেখানে ৩ শতাধিক মহিষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। চীনা করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই এটি একটি আশঙ্কাজনক খবর বলে মনে করা হচ্ছে। 

স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারা নিউজের বরাতে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে রাখাইনের মেবন শহরের ইয়ো চাং ওয়ারা থায়া গ্রামে মহিষের এই মহামারী দেখা দিয়েছে। কী কারণে এসব মহিষের মৃত্যু হচ্ছে তা কেউ বলতে পারছেন না। 

স্থানীয় কৃষক ইউ শাক হোসু জানান, কেবল চারটি উপসর্গ দেখা যায়। মৃত্যুর আগে এসব মহিষ কাঁপতে থাকে, জিহ্বা বের করে হাঁপাতে থাকে এবং গলা ও পেট ফুলে যায়।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান উত্তেজনার কারণে স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে চলে গেলে মহিষের এই মড়ক বেড়ে যায়। 

মন্তব্যসাতদিনের সেরা