kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

ঝাড়খণ্ড নির্বাচন : সিআরপিএফ ক্যাম্পে গোলাগুলিতে নিহত দুই

কালের কণ্ঠ অনলাইন   

১০ ডিসেম্বর, ২০১৯ ২০:৫১ | পড়া যাবে ২ মিনিটেঝাড়খণ্ড নির্বাচন : সিআরপিএফ ক্যাম্পে গোলাগুলিতে নিহত দুই

বিধানসভা নির্বাচনে নিরাপত্তা দিতে গিয়ে নিজেদের মধ্যে গোলাগুলিতে রক্তাক্ত সিআরপিএফ জওয়ানরা। এ ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গোমিয়া বিধানসভার কুর্কনালে কল স্টক সিআরপিএফ ক্যাম্প।

নিজেদের মধ্যে কথা কাটাকাটির জেরে নিরাপত্তারক্ষীরা পরস্পরের দিকে গুলি চালিয়েছেন বলে জানা গেছে। ঘটনায় রক্তাক্ত ওই ক্যাম্প। গুলির শব্দে এলাকায় তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। সম্প্রতি ছত্তিসগড়ে আইটিবিপি জওয়ানদের পারস্পরিক হামলার জেরে মৃত্যু হয় ছয় জনের।

সেই ঘটনার রেশ কাটতে না কাটকেই কথা কাটাকাটির জেরে ঝাড়খণ্ডের গোমিয়া হল রক্তাক্ত গোমিয়ায় সিআরপিএফ জওয়ানদের পারস্পরিক গুলি চালানোর ঘটনায় নিহত হয়েছেন, কোম্পানি কমান্ডার সাহুল হুসেন ও এএসআই পি. ভুঁইয়া়। গুলিতে জখম হয়েছেন জওয়ান হরিশচন্দ্র গোকাই ও দীপেন্দ্র যাদব। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। দু জনের চিকিৎসা চলছে বোকারো-তে। জওয়ানদের মধ্যে পারস্পরিক গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য়। ছড়িয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল তা স্পষ্ট করেনি সিআরপিএফ।

মনে করা হচ্ছে কথা কাটাকাটি থেকেই এমন রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়। তারপরেই জওয়ানরা উগ্র হয়ে গিয়ে গুলি চালাতে থাকেন। ঘটনাস্থলেই দু জনের মৃত্যু হয়। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন চলছে। তৃতীয় পর্বের নির্বাচন হবে ১২ ডিসেম্বর। তার আগেই সিআরপিএফ জওয়ানদের পারস্পরিক গুলির লড়াই তীব্র বিতর্ক তৈরি করেছে।

মন্তব্যসাতদিনের সেরা