kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

নির্ভয়া ধর্ষকের যুক্তি : দিল্লিতে তো দূষণই খুনি, আমাকে মেরে লাভ কী!

কালের কণ্ঠ অনলাইন   

১০ ডিসেম্বর, ২০১৯ ২০:১০ | পড়া যাবে ১ মিনিটেনির্ভয়া ধর্ষকের যুক্তি : দিল্লিতে তো দূষণই খুনি, আমাকে মেরে লাভ কী!

২০১২ সালে নির্ভয়া ধর্ষণে অন্যতম দোষী অক্ষয় কুমার সিংকে ফাঁসির রায় শোনানো হয়েছে। কিন্তু এখনো সাজা মাফ পাওয়ার আশা ছাড়েননি তিনি। আজ মঙ্গলবার আবারো ভারতের শীর্ষ আদালতে রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে।

রিভিউ পিটিশনে তার বক্তব্য, দিল্লির পানি ও বাতাস দূষণের ফলে এমনিতেই মানুষের আয়ু কয়েকগুণ কমেে গেছে। তাহলে কেন আর শুধু শুধু আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে।

অক্ষয় কুমার সিংয়ের আইনজীবী এ পি সিং সুপ্রিম কোর্টে দায়ের করা রায় পুনর্বিবেচনার পিটিশনে দাবি করেছেন, ১৬ ডিসেম্বর ২০১২ সালে রাতে দিল্লিতে ছিলেনই না তার মক্কেল অক্ষয়। মঙ্গলবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে এ পি সিং বলেন, ঘটনার দিন তার মক্কেল বিহারের আওরঙ্গাবাদে নিজের বাড়িতে ছিলেন। 

তার কাছে সে রাতের বাস টিকিট এবং অন্যান্য প্রমাণ রয়েছে, যা শীর্ষ আদালত চাইলে জমা করা যাবে। এ পি সিং এও দাবি করেন, অন্য দোষী রাম সিংয়ের তিহার জেলের ভেতর মৃত্যু কখনোই আত্মহত্যা হতে পারে না। তাকেও সম্ভবত হত্যা করা হয়েছিল।

মন্তব্যসাতদিনের সেরা