kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

ভারতের রাষ্ট্রপতির সামনে হাজির সাধারণ ব্যক্তি, পুলিশের ছয় সদস্য বরখাস্ত

কালের কণ্ঠ অনলাইন   

৮ ডিসেম্বর, ২০১৯ ১৯:১১ | পড়া যাবে ১ মিনিটেভারতের রাষ্ট্রপতির সামনে হাজির সাধারণ ব্যক্তি, পুলিশের ছয় সদস্য বরখাস্ত

ভারতের রাজস্থানের যোধপুরের সার্কিট হাউসে গিয়েছিলেন সে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখানে রাষ্ট্রপতির সুরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ফাঁক দেখা গেছে। কড়া সুরক্ষা ব্যবস্থার মধ্যে রাষ্ট্রপতির একেবারে সামনা-সামনি চলে গেছেন এক ব্যক্তি। 

সেখানে যাওয়ার পর রাষ্ট্রপতিকে প্রণামও করেছেন। যদিও সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় রাষ্ট্রপতির সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়ে প্রশাসন। এ ঘটনার জেরে নিরাপত্তার দায়িত্বে থাকা ছয় পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার ভারতের রাষ্ট্রপতি যোধপুরে রাজস্থান হাইকোর্টের নতুন ভবনের উদ্বোধনে গিয়েছিলেন। সেখানে আজমেঢ়ের বাসিন্দা দীনেশ চান্দ সরাসরি হাজির হন রাষ্ট্রপতি কোবিন্দের সামনে। সকালে রাষ্ট্রপতি যখন সার্কিট হাউসে প্রাতঃরাশের জন্য যান ঠিক সেই সময় ঘটনাটি ঘটেছে। 

তখন ওই ব্যক্তি সব সুরক্ষা কর্মীর নজর এড়িয়ে প্রবেশ করেন সার্কিট হাউসে। ওই সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন রাজ্যপাল কলরাজ মিশ্র ও মুখ্যমন্ত্রী অশোক গেহলট। পুলিশ বলছে, আটক ব্যক্তি মানসিকভাবে অসুস্থ।

মন্তব্যসাতদিনের সেরা