kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

দিল্লিতে বিধ্বংসী আগুন : নিহত বেড়ে ৪৩

কালের কণ্ঠ অনলাইন   

৮ ডিসেম্বর, ২০১৯ ১১:২২ | পড়া যাবে ১ মিনিটেদিল্লিতে বিধ্বংসী আগুন : নিহত বেড়ে ৪৩

আগুন নেভানোর প্রচেষ্টা

আজ রবিবার ভোরে ভারতের দিল্লিতে একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন। ওই কারখানাটি  দিল্লির রানি ঝানসি সড়কের অনজ মান্দি নামক এলাকায় অবস্থিত। 

জানা গেছে, স্থানীয় সময়  ভোর সাড়ে ৫টার দিকে সেখানে ভয়াবহ ওই আগুনের সূত্রপাত ঘটে। সে সময় কারখানার ভেতরে শ্রমিকরা ঘুমাচ্ছিলেন।

নিহতদের অধিকাংশই কারখানাটির শ্রমিক। 

কর্মকর্তারা জানান, ওই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নেভাতে ঘটনাস্থলে ত্রিশটি অগ্নিনির্বাপণকারী ট্রাক পাঠানো হয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। 

সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে, ইটিভি ভারত 

মন্তব্যসাতদিনের সেরা