kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

‘ইয়েমেনগামী খাদ্যভর্তি জাহাজ আটকে রেখেছে সৌদি জোট’

কালের কণ্ঠ অনলাইন   

৫ ডিসেম্বর, ২০১৯ ১৬:৫৩ | পড়া যাবে ১ মিনিটে‘ইয়েমেনগামী খাদ্যভর্তি জাহাজ আটকে রেখেছে সৌদি জোট’

ইয়েমেনগামী জ্বালানি ও খাদ্যভর্তি এক ডজনের বেশি জাহাজ আটকে রেখেছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। সৌদি আরবের বন্দরে এসব জাহাজ আটক রাখা হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের হুদাইদা বন্দরের এক কর্মকর্তা। তিনি বলেন, জাতিসংঘের পক্ষ থেকে অনুমতি নিয়ে এসব পণ্য ইয়েমেনে আনা হচ্ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের এই কর্মকর্তা আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাকে বুধবার জানান, সৌদি আরবের সমুদ্রবন্দরে অন্তত ১৩টি জাহাজ আটকে রাখা হয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা জাহাজগুলো তদন্ত করে দেখেছেন এবং প্রয়োজনীয় কাগজপত্র তারা নিয়েছেন।

এর একদিন আগে ইয়েমেনের পেট্রোকেমিক্যাল কম্পানি এক বিবৃতিতে জানায়, সৌদি নেতৃত্বাধীন জোট পাঁচটি জ্বালানি তেলবাহী ট্যাংকারকে ইয়েমেনের দিকে আসতে দিতে রাজি হয়নি। সৌদি জোট তেলবাহী অন্তত পাঁচটি জাহাজ আটকে রেখেছে। এসব জাহাজে পেট্রোল এবং ডিজেল রয়েছে। এ ধরনের জ্বালানির অভাবে ইয়েমেনের জনগণ চরম ভোগান্তি পোহাচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা