সুদানের রাজধানী খার্তুমে একটি ফ্যাক্টরিতে বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার দেশটির সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হচ্ছে, উত্তর খার্তুমের একটি সিরামিকস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের পর চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। একটি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবরে বলা হচ্ছে।
সূত্র : আল জাজিরা, রয়টার্স
মন্তব্য