kalerkantho

বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি     

যেন লেন্স দিয়ে দেখা হচ্ছে!

কালের কণ্ঠ অনলাইন   

২২ নভেম্বর, ২০১৯ ০৪:৩২ | পড়া যাবে ১ মিনিটেযেন লেন্স দিয়ে দেখা হচ্ছে!

বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করেই অবাক করা দৃশ্য দেখলেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরের বাসিন্দরা। হঠাৎ করেই গোটা শহরের রঙ কমলা ধারণ করেছে। যেন লেন্স দিয়ে দেখা হচ্ছে সব। দূরের জিনিসের দৃশ্যমানতা কমে আসছিল। কিছুই প্রায় দেখা যাচ্ছিল না।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ধুলা ঝড়ের কারণেই ঘটেছে এমন ঘটনা। শহরটির আকাশের রঙ হয়ে ওঠে কমলা। দৃশ্যমান সবকিছু আড়াল করে ফেলে। ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ধুলা ঝড়টি দুপুরে শহরে আঘাত হানে। আর তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। ধুলার স্তর এতটাই পুরু ছিল যে, তাতে আকাশের রঙ বদলে যায়।

ভিক্টোরিয়ার আবহাওয়া ব্যুরো জানায়, জেলার উত্তরাংশে শুষ্ক আবহাওয়ার কারণে ধুলা ঝড়টি হয়। এমন ঘটনা আগেও ঘটেছে এই শহরে। তবে এদিনের মাত্রা ছিল অনেকটাই বেশি।

বাতাসের ধুলার উপস্থিতির কারণে শহরের দৃশ্যমানতার অবনতি হয়। ছবিতে দেখা গেছে, রাস্তায় গাড়ি মেঘলা লাল কুয়াশার চাদরে ঢেকে যায়। আবহাওয়া ব্যুরো জানায়, বিমানবন্দরে দৃশ্যমানতা চার কিলোমিটার থেকে পাঁচশ মিটারে নেমে আসে।

মন্তব্যসাতদিনের সেরা