kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা : নিহত ৭

কালের কণ্ঠ অনলাইন   

১৯ নভেম্বর, ২০১৯ ০৯:৩২ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্রে বন্দুক হামলা : নিহত ৭

বন্দুকধারীর গুলিতে ক্যালিফোর্নিয়ায় চারজন নিহত হয়েছে

যুক্তরাষ্ট্রে পৃথক দুটি বন্দুক হামলায় ৭ জন নিহত হয়েছে। ক্যালিফোর্নিয়ায় চারজন এবং ওকলাহোমায় তিনজন নিহত হয়েছে। 

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, বন্দুকধারীর গুলিতে ক্যালিফোর্নিয়ায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬ জন। একটি পারিবারিক পার্টিতে বন্দুকধারী হামলা চালালে এ ঘটনা ঘটে। 

পুলিশ বলছে, রবিবার রাতে ক্যালিফোর্নিয়ার ফ্রেশনো শহরে ফুটবল খেলা দেখার এক পার্টিতে ওই হামলা চালানো হয়। ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছে। স্থানীয় সময় রাত ৮ টার দিকে ওই গুলিবর্ষণের ঘটনা ঘটে। 

জানা গেছে, ইস্ট লেমোনা এভিনিউয়ের ৫৩০০ ব্লকের বাড়িটির পেছনের মাঠে পরিবারের সদস্য ও তাদের বন্ধুসহ ৪৫ জন ফুটবল খেলা দেখতে জড়ো হয়েছিলেন। এ সময় অজ্ঞাত এক সন্দেহভাজন বন্দুকধারী গুলি চালায়। 

এদিকে, সোমবার ওকলাহোমার ওয়ালমার্টে এক বন্দুকধারী হামলা চালায়। এ ঘটনায় তিনজন নিহত হন। নিহতদের পরিচয় ও তাদের অবস্থা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। 

সূত্র : রয়টার্স, সংবাদ প্রতিদিন 

মন্তব্যসাতদিনের সেরা