kalerkantho

বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১     

প্রতিবেশী তরুণের সঙ্গে প্রেমের জের, বাবার হাতে মেয়ে খুন

কালের কণ্ঠ অনলাইন   

১৮ নভেম্বর, ২০১৯ ১৪:০১ | পড়া যাবে ২ মিনিটেপ্রতিবেশী তরুণের সঙ্গে প্রেমের জের, বাবার হাতে মেয়ে খুন

প্রতীকী ছবি

প্রতিবেশী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল মেয়ের। এ বিষয়টি মেনে নিতে পারেননি বাবা। এ কারণে নৃশংসভাবে খুন করলেন নিজের মেয়েকে। এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদে। 

জানা গেছে, ওই ব্যক্তির নাম হরিবংশ কুমার। মেয়েটির নাম পূজা। রবিবার রাত একটা নাগাদ ফিরোজাবাদের সালেমপুর কুটানিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। সে সময় ঘরে ছিলেন বাবা ও মেয়ে। বাকি সদস্যরা গুরুগ্রামে এক অনুষ্ঠানে গিয়েছিলেন। রবিবার মধ্যরাতে বাবা দেখতে পান বাড়ির বারান্দায় কারও সঙ্গে কথা বলছে পূজা। এ দৃশ্য দেখেই মাথায় রক্ত চড়ে যায় বাবার। এরপরই প্রথমে মেয়েকে বিদ্যুত্স্পৃষ্ট করে তারপর ধারালো ছুরি দিয়ে গলা কেটে দেন তিনি। 

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা গিরিশ গৌতম জানান, অপরাধের কথা স্বীকার করেছেন হরিবংশ। জেরায় তিনি জানিয়েছেন, প্রথমে তিনি মেয়েকে বিদ্যুতের শক দেন। তারপর একটি ছুরি দিয়ে গলা কেটে ফেলেন। 

এদিকে, ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ বলছে, গভীর রাতে মেয়ে পূজাকে তার প্রেমিক গজেন্দ্র সঙ্গে কথা বলতে দেখে ফেলেন বাবা। এরপর মেয়ে ঘরে ফিরলে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি। 

প্রসঙ্গত, উত্তরপ্রদেশ রাজ্যে গত ১৮ মাসে এ নিয়ে ২৩টি এ ধরনের ঘটনা ঘটল। 

সূত্র : জি-নিউজ 

মন্তব্যসাতদিনের সেরা