kalerkantho

শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি               

খাবার পরিবেশন করছেন বারাক ওবামা!

কালের কণ্ঠ অনলাইন   

১৭ নভেম্বর, ২০১৯ ১৮:১৪ | পড়া যাবে ১ মিনিটেখাবার পরিবেশন করছেন বারাক ওবামা!

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি ভিডিও ব্যাপক হারে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। সেই ভিডিওতে ওবামাকে খাবার পরিবেশন করতে দেখা যায়। শুধু সাবেক প্রেসিডেন্টই নন, তার স্ত্রী মিশেল ওবামাকেও ওই ভিডিওতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। ওয়াশিংটনে থাকেন তিনি।

বারাক ওবামার ওই ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, বছরের-পর-বছর দেশকে সেবা করার জন্য ওবামা ও তার পরিবারকে ধন্যবাদ।

আসলে ভিডিওটি ২০১৬ সালের। তখন বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। ওই সময় তিনি এবং তার পরিবার সেনার অবসর হোমে পৌঁছে যান। সাবেক সেনাদের ধন্যবাদ জানাতে সেখানে তাদের খাবার পরিবেশন করেন ওবামা-মিশেল।

ভিডিওটি যদি খুব মন দিয়ে দেখা যায়, তাহলেই স্পষ্ট দেখতে পাওয়া যাবে, দেয়ালের উপর লেখা, সশস্ত্র বাহিনী অবসর হোম এবং রয়েছে লোগোও। ভিডিওটি দেখার পর অনেকের মনেই প্রশ্ন উঠছে, মার্কিন প্রেসিডেন্ট ছিলেন যে ব্যক্তি তিনি আবার খাবার কেন পরিবেশন করছেন! তবে ভিডিওটি দেখলেই আর সেই প্রশ্ন থাকবে না। অবশ্য ওবামার ব্যাপারে যারা জানেন, তাদেরও সেই ধারণা না হওয়ারই কথা।

মন্তব্যসাতদিনের সেরা