kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

নোবেলজয়ী অভিজিতকে ডিলিট দেবে কলকাতা বিশ্ববিদ্যালয়

অনিতা চৌধুরী, কলকাতা প্রতিনিধি   

১৪ নভেম্বর, ২০১৯ ১৬:৩২ | পড়া যাবে ১ মিনিটেনোবেলজয়ী অভিজিতকে ডিলিট দেবে কলকাতা বিশ্ববিদ্যালয়

ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জিকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেবে কলকাতা বিশ্ববিদ্যালয়। ২০২০ সালের ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই সম্মান জানানো হবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নোবেল জয়ের পরপরই অক্টোবরের শেষে কলকাতায় এসেছিলেন অভিজিৎ। তখন উপাচার্য সোনালি চক্রবর্তী ব্যানার্জির সঙ্গে তার ফোনে কথা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট দিতে চায়, অভিজিতকে সে কথা জানিয়েছিলেন উপাচার্য। 

তখন সম্মতি দিয়েছিলেন তিনি। উল্লেখ্য, উপাচার্য সোনালি অভিজিতের কলেজের বন্ধু। তখনকার প্রেসিডেন্সি কলেজে তারা একসঙ্গে পড়তেন।  উপাচার্য জানান, অভিজিৎ ২৮ জানুয়ারি কলকাতায় আসতে পারবেন বলে জানিয়েছেন। তাই আমরা ওইদিনটি বেছে নিয়েছি। এরপর সিনেট বৈঠক ডেকে বিষয়টি চূড়ান্ত করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা