kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

মসজিদ নয়, হাসপাতাল চান জাভেদ আখতার

কালের কণ্ঠ অনলাইন   

১৩ নভেম্বর, ২০১৯ ১৭:১১ | পড়া যাবে ১ মিনিটেমসজিদ নয়, হাসপাতাল চান জাভেদ আখতার

গত শনিবার ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ মামলার রায় দিয়েছেন। আদালত মসজিদের জমির বিষয়ে রামমন্দিরের পক্ষেই রায় দিয়েছেন। পাশাপাশি মসজিদ গড়ার জন্য উপযুক্ত কোনো জায়গায় পাঁচ একর জমি বরাদ্দের নির্দেশও দিয়েছেন আদালত। এই রায় ঘোষণার পরেই এ নিয়ে বলিউডসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন তাদের মতামত ব্যক্ত করেন। বিশিষ্ট লেখক জাভেদ আখতারও এই বিষয়ে টুইট করেছেন। জাভেদ আখতারের পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরালও হয়েছে।

জাভেদ আখতার বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে নিজের মতামত প্রকাশ করে লেখেন, খুব ভালো হবে যদি বরাদ্দ করা পাঁচ একর জমিতে একটি বিশাল দাতব্য হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়, সমস্ত সম্প্রদায়ের মানুষ এই বিষয়ে সহায়তা করুন এবং সঙ্গে থাকুন।

জাভেদ আখতার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানা বিষয়ে, নানা বিতর্কে নিজের মতামত প্রকাশ করে থাকেন। সমসাময়িক বিষয়ে নিজের খোলামেলা মতামতের জন্য বারেবারেই আক্রমণেরও মুখে পড়েছেন তিনি। কিন্তু সেসব আক্রমণ বা সমালোচনা জাভেদ আখতারকে দমিয়ে রাখতে পারেনি। এইবারও জাভেদ আখতারের টুইট আর পরামর্শ ভাইরাল হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা