kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ; নিহত ৭

কালের কণ্ঠ অনলাইন   

১৩ নভেম্বর, ২০১৯ ১৩:০১ | পড়া যাবে ১ মিনিটেআফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ; নিহত ৭

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিধ্বস্ত গাড়ি

আজ বুধবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়িবোমা বিস্ফোরণ হয়েছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও সাতজন আহত। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা জানিয়েছেন। 

শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ। 

আফগানিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, কাবুলের কাসাবা এলাকায় এ বিস্ফোরণ হয়েছে। কাসাবা এলাকায় কাসাবা এলাকাটির কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কাবুল বিমানবন্দর অবস্থিত। 

 তিনি জানান, নিহত ব্যক্তিরা সবাই বেসামরিক নাগরিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

সূত্র : রয়টার্স, আল-জাজিরা

মন্তব্যসাতদিনের সেরা