শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১
জিয়েনাইন আনেজ
বলিভিয়ার রাজনৈতিক সংকট চরমে উঠেছে। সম্প্রতি বিক্ষোভের মুখে ইভো মোরালেস তার প্রেসিডেন্ট পদ ছেড়ে দিয়ে মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। এদিকে, বলিভিয়া সিনেটের প্রধান জিয়েনাইন আনেজ নিজেকে বলিভিয়ার অর্ন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, মোরালেসের দলের সিনেটররা ওই ঘোষণায় সিনেটের সেশন বয়কট করেছেন। এ কারণে কোরাম সংকট দেখা দেয়ায় প্রেসিডেন্ট হিসেবে আনেজকে নিয়োগ দিতে ব্যর্থ হয় দেশটির সিনেট।
সদ্য সাবেক হওয়া প্রেসিডেন্ট ইভো মোরালেস মেক্সিকোতে বসে আনেজের এই ঘোষণার নিন্দা জানিয়েছেন। তিনি একে ডানপন্থী সিনেটরদের একটি অভ্যুত্থান হিসেবে আখ্যা দিয়েছেন।
এদিকে, সিনেটর জিয়েনাইন আনেজ জানান, তিনি সাংবিধানিকভাবে পরবর্তী প্রেসিডেন্টের দাবি করেছেন এবং দ্রুত নির্বাচন দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।
প্রসঙ্গত, বিক্ষোভের মুখে গত রবিবার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন ইভো মোরালেস। প্রথম আদিবাসী হিসেবে ২০০৬ সালে বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। গত অক্টোবরে জয়ী হয়ে আবারও ক্ষমতায় আসলেও বিরোধীরা কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে।
সূত্র : বিবিসি, আল-জাজিরা
মন্তব্য