kalerkantho

শুক্রবার । ১৩ ডিসেম্বর ২০১৯। ২৮ অগ্রহায়ণ ১৪২৬। ১৫ রবিউস সানি          

ভারতে উল্টে গেল গাড়ি; নিহত ৩

কালের কণ্ঠ অনলাইন   

১২ নভেম্বর, ২০১৯ ১২:১৭ | পড়া যাবে ১ মিনিটেভারতে উল্টে গেল গাড়ি; নিহত ৩

প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভয়াবহ দূর্ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছে। আজ ভোরে পশ্চিমবঙ্গ রাজ্যের নারকেলডাঙায় এ দূর্ঘটনা ঘটেছে। 

পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, চালকসহ ৫ আরোহী নারকেলডাঙার দিক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন। নারকেলডাঙা মোড়েই গাড়িটি ইউটার্ন নিতে গিয়ে উল্টে যায়। মেট্রোর পিলারে গিয়ে ধাক্কা মারে। পাঁচজনকে প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে আরও দুজনের মৃত্যু হয় সেখানে। বাকি দনজকে আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, বেপরোয়া গতির কারণেই গাড়িটি উল্টে গিয়েছিল। তবে সেই গাড়ির সামনে অন্য কোনও গাড়ি পড়ে গিয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

সূত্র : ওয়ান ইন্ডিয়া 

মন্তব্যসাতদিনের সেরা