kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

ভারতে ‘বুলবুল’র তাণ্ডব শুরু

কালের কণ্ঠ অনলাইন   

৯ নভেম্বর, ২০১৯ ২১:৫২ | পড়া যাবে ১ মিনিটেভারতে ‘বুলবুল’র তাণ্ডব শুরু

প্রবল শক্তি নিয়ে ভারতে ঢুকে পড়েছে ঘূর্ণিঝড় বুলবুল। শুরু হয়ে গেছে তাণ্ডব। ঝড়ের গতিবেগ ঘণ্টায় একশ থেকে একশ ২০ কিলোমিটার। প্রবল ঝড়ে এরই মধ্যে সেখানে বেশ কয়েকটি বাড়ি-দোকান ভেঙে পড়েছে। বেশ কয়েকটি গাছও ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে। ভারতীয় স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা যায়।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, প্রায় ঘণ্টাখানেক সেখানে ধ্বংসলীলা চালাবে সুপার সাইক্লোন বুলবুল। এরপর সেটি ধীরে ধীরে আরো স্থলভাবে প্রবেশ করবে। আর তখন ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে। এই মুহূর্তে ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জে অবস্থান করছে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল।

মন্তব্যসাতদিনের সেরা