kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

বাবরি মসজিদ মামলার রায়দান শুরু

কালের কণ্ঠ অনলাইন   

৯ নভেম্বর, ২০১৯ ১১:২০ | পড়া যাবে ২ মিনিটেবাবরি মসজিদ মামলার রায়দান শুরু

ভারতের স্থানীয় সময় আজ সকাল ১০ টায় ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায়দান প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় সুপ্রিম কোর্ট। 

পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দেবে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে,  সুপ্রিম কোর্টের ১ নম্বর কোর্টরুমে চলছে রায়দান।  মামলার রায় পড়া শুরু করেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

পাঁচ বিচারপতির সর্বসম্মতিক্রমে এই রায়দান চলছে।

মীর বাকি বাবরি মসজিদ তৈরি করেছিলেন, এই তথ্য সঠিক নয়, বললেন প্রধান বিচারপতি।

কবে মসজিদ তৈরি হয়েছিল তাতে কিছু যায় আসে না, বললেন প্রধান বিচারপতি।

এই রায়দান শেষ হতে প্রায় ৩০ মিনিট সময় লাগবে।

কারও আস্থা যেন অন্যের অধিকার হরণ না করে, বললেন প্রধান বিচারপতি।

রামলালাকে মূল পক্ষ মানল আদালত। নির্মোহী আখড়ার দাবি খারিজ।

খালি জমিতে বাবরি মসজিদ তৈরি হয়নি।-বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 

 মসজিদের নিচে সুবিশাল কাঠামো ছিল। কিন্তু তা মুসলিম স্থাপত্যে তৈরি নয়।-জানালেন দেশের প্রধান বিচারপতি।

ধর্মীয় বিশ্বাস ও আস্থার ওপর ভিত্তি করে অযোধ্যার বিতর্কিত জমির মালিকানা নির্ধারণ করা সম্ভব নয় বলে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

সর্বসম্মতি ক্রমে শিয়া ওয়াকফ বোর্ডের স্পেশাল লিভ পিটিশন খারিজ করেছে সুপ্রিম কোর্ট।

সব ধর্মকে সুরক্ষা দেওয়া আদালতের কর্তব্য', জানালেন দেশের প্রধান বিচারপতি।

আদালতকে নিরপেক্ষ থাকতে হবে', বললেন দেশের প্রধান বিচারপতি।

হাদিসের ব্যাখ্যা আদালত করতে পারে না', বললেন প্রধান বিচারপতি

বিস্তারিত আসছে....

সূত্র : পিটিআই, ওয়ান ইন্ডিয়া 

মন্তব্যসাতদিনের সেরা