kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

ধর্ষণ ঠেকাতে না পারলে উপভোগ করার আহ্বান!

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৯ ১৮:৫৪ | পড়া যাবে ১ মিনিটেধর্ষণ ঠেকাতে না পারলে উপভোগ করার আহ্বান!

কংগ্রেস সাংসদ হিবি ইডেন এবং স্ত্রী আনা লিন্ডা ইডেন।

ভারতের কেরালা রাজ্যের কংগ্রেস সাংসদ হিবি ইডেনের স্ত্রী আনা লিন্ডা ইডেন ফেসবুকের এক পোস্টে লেখেন, ভাগ্য অনেকটা ধর্ষণের মতো। যদি বাধা দিতে ব্যর্থ হন তাহলে বরং উপভোগ করুন। তার এই পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্কঝড়। 

তবে পরিস্থিতি বুঝে মঙ্গলবার সকালে বিতর্কিত ফেসবুকে পোস্টটি মুছে ফেলেন বিধায়কপত্নী। কিন্তু ততোক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। ভাগ্যের সঙ্গে ধর্ষণের মিল খুঁজতে গিয়ে তাকে উপভোগ করার আহ্বান জানিয়ে স্বাভাবিক ভাবেই জনরোষের মুখে পড়েছেন আনা।

পোস্টে তীব্র প্রতিক্রিয়ার জেরে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েন আনা। সেই কারণে এদিন সকালেই তিনি পোস্টটি মুছে ফেলার পরে ক্ষমা চেয়ে অন্য একটি পোস্টও করেন।

এর আগেও এই ধরনের মন্তব্য করে বিতর্কঝড়ে পড়েন প্রাক্তন সিবিআই কর্তা রণজিৎ সিনহা। ২০১৩ সালে তিনি বলেন, ‘ধর্ষণ ঠেকাতে না পারলে উপভোগ করুন’। এমন অসংবেদনশীল মন্তব্যের জন্য সিনহার বিরুদ্ধেও সমালোচনার ঝড় ওঠে সেই সময়।

মন্তব্যসাতদিনের সেরা