kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

এই প্রথম মহাকাশে একসাথে হাঁটলেন দুই নারী!

কালের কণ্ঠ অনলাইন   

১৯ অক্টোবর, ২০১৯ ০৮:৪৭ | পড়া যাবে ১ মিনিটেএই প্রথম মহাকাশে একসাথে হাঁটলেন দুই নারী!

ক্রিস্টিনা কোচ এবং জেসিকা মেইর

নাসার দুই নারী নভোচারী ক্রিস্টিনা কোচ এবং জেসিকা মেইর ইতিহাস সৃষ্টি করেছেন। তাঁরাই হলেন বিশ্বে প্রথম দুজন নারী যারা একসাথে মহাকাশে হেঁটেছেন। 

জানা গেছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) এর বাইরে ওই দুজন ৭ ঘন্টা সময় কাটিয়েছেন। একটি পাওয়ার কন্ট্রোল ইউনিট প্রতিস্থাপনে তাঁরা সেখানে অবস্থান করেছেন। 

নাসা জানিয়েছে, মহাকাশচারী ক্রিস্টিনা কোচ এর আগে মহাকাশে হাঁটলেও জেসিকা মেইরের জন্য এই ধরনের মিশন প্রথম। জেসিকা মেইর হলেন ১৫ তম নারী যিনি মহাকাশে হাঁটলেন। 

এদিকে, একটি ভিডিও কলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই নারীকে অভিনন্দন জানিয়েছেন। 

সূত্র : বিবিসি 

মন্তব্যসাতদিনের সেরা