kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

টাইফুনের তাণ্ডব : জাপানে নিহত বেড়ে ৭৩

কালের কণ্ঠ অনলাইন   

১৬ অক্টোবর, ২০১৯ ১২:৩৮ | পড়া যাবে ২ মিনিটেটাইফুনের তাণ্ডব : জাপানে নিহত বেড়ে ৭৩

জাপানে টাইফুন হাগিবিসের তাণ্ডব

প্রলয়ঙ্করী টাইফুন হাগিবিস শনিবার সন্ধ্যায় জাপানের মধ্য ও পূর্বাঞ্চলজুড়ে তাণ্ডব চালায়। জাপানে টাইফুন হাগিবিসের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এই টাইফুনের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে নিখোঁজদের সন্ধান এখনো অব্যাহত রয়েছে। 

ছয় দশকের মধ্যে জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী এ টাইফুনটির কেন্দ্র সরাসরি রাজধানী টোকিওর ওপর দিয়ে এগিয়ে যায়।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, টাইফুন হাগিবিসের কারণে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এতে নদনদীর পানি বেড়ে সৃষ্টি হয়েছে বন্যা। এই বন্যার পানিতে ডুবে অনেকের মৃত্যু হয়েছে। টাইফুন হাগিবিসে ২২০ জন আহত হয়েছে। পাশাপাশি এটি আঘাত হানার প্রায় চার দিন পর এখনও ১২ জন নিখোঁজ রয়েছেন। হনশু দ্বীপের উত্তর-পূর্বাঞ্চলীয় ৫২টি নদীর পানি বেড়ে বন্যা হয়েছে।

জানা গেছে, টোকিওর উত্তরে ফুকুশিমা অঞ্চলে সবচেয়ে বেশি হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে। অঞ্চলটির বাসিন্দারা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত আসবাবপত্র ও আবর্জনা রাস্তায় এনে জড়ো করতে শুরু করেছেন। নিজেদের বাড়ি পরিষ্কার করতে অক্ষম অনেক বৃদ্ধ এখনও আশ্রয়কেন্দ্রগুলোতে রয়ে গেছেন।

হিরাইয়ামা নামে একজন জানান, তার বাড়ি সাড়ে ছয় ফুট পানির নিচে তলিয়ে যায়, তাকে ও তার ছেলেকে নৌকাযোগে উদ্ধার করে একটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, টাইফুনের পুরো সময়টি তার স্ত্রী ও নাতি আত্মীয়দের আশ্রয়ে ছিলেন তিনি। বন্যার তোড়ে তার সব সবজি বাগান ধ্বংস হয়ে গেছে এবং তার সব কৃষি সরঞ্জাম ভেসে গেছে। 

মন্তব্যসাতদিনের সেরা