kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

জাপানে ভয়াবহ টাইফুনের জেরে ব্যাপক ভূমিধস-বন্যা; নিহত ১১

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৯ ১০:৪৮ | পড়া যাবে ১ মিনিটেজাপানে ভয়াবহ টাইফুনের জেরে ব্যাপক ভূমিধস-বন্যা; নিহত ১১

জাপানে শক্তিশালী টাইফুন হাগিবিস আঘাত হেনেছে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুনের আঘাতে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

টাইফুন হাগিবিসের প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে প্রচণ্ড ঝোড়ো বাতাস বয়ে গেছে। 

জানা গেছে, গতকাল জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে রাজধানী টোকিওর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইজু দ্বীপে ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছে। 

টাইফুন হাগিবিসের প্রভাবে ভূমিধসের ঘটনা ঘটেছে। এর প্রভাবে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঝড়ের প্রভাবে স্থবির হয়ে পড়েছে রাজধানী টোকিও।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে-এর প্রতিবেদনে জানানো হয়েছে, শক্তিশালী টাইফুনটির প্রভাবে দুই লাখ ৭০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঝড়টি জাপানের মূল ভূখণ্ডের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। 

সূত্র : বিবিসি, দ্য ইন্ডিপেন্ডেন্ট 

মন্তব্যসাতদিনের সেরা