kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

বিসর্জন দেখতে গিয়ে নৌকাডুবিতে মারা গেল তিন শিশু

কালের কণ্ঠ অনলাইন   

৯ অক্টোবর, ২০১৯ ২২:৩২ | পড়া যাবে ১ মিনিটেবিসর্জন দেখতে গিয়ে নৌকাডুবিতে মারা গেল তিন শিশু

দশমীর রাতে নৌকায় চড়ে বিসর্জন দেখতে গিয়ে মারা গেছে তিন শিশু। দুর্ঘটনাটি ঘটেছে ভারতের মালদহের বৈষ্ণবনগরের কৃষ্ণপুর গ্রামে। মৃত ধীরাজ মণ্ডল (‌১১)‌, জুলি মণ্ডল (‌৬)‌, প্রেমকুমার মণ্ডল (‌৪)‌ নৌকা ডুবে মারা গেছে। 

জানা গেছে, বৈষ্ণবনগরের ভবানী মণ্ডলপাড়ার কয়েকজন বাসিন্দা একটি নৌকায় চড়ে মহেন্দ্রপুর এলাকায় দুর্গা বিসর্জন দেখতে যাচ্ছিল। সাড়ে ৮টা নাগাদ কৃষ্ণপুর ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা নৌকাটি উল্টে যায়।

নৌকায় থাকা যাত্রীরা পানিতে পড়ে যায়। কয়েকজন সাঁতার কেটে কৃষ্ণপুর ঘাটে উঠতে সক্ষম হলেও বাকিরা তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বৈষ্ণবনগর থানার পুলিশ। 

তারপর স্থানীয় বাসিন্দাদের সাহায্যে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকাজ খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে হাজির হন কালিয়াচক তিন নম্বর ব্লকের বিডিও। 

আরো অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ডুবুরিরা পানিতে তল্লাশি চালাচ্ছে। নৌকায় যাত্রী বেশি ওঠার কারণেই দুর্ঘটনা বলে স্থানীয়দের দাবি। এদিকে, নদিয়ার পলাশিপাড়াতেই প্রতিমা বিসর্জন দিতে গিয়ে জলঙ্গি নদীতে তলিয়ে যায় শুভঙ্কর মণ্ডল (‌২৫)‌ নামে এক যুবক। 

মন্তব্যসাতদিনের সেরা