kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

ইসরায়েলি নারীর হাত চেপে ধরে বিপাকে ভারতীয় নাগরিক

কালের কণ্ঠ অনলাইন   

৮ অক্টোবর, ২০১৯ ২১:০৫ | পড়া যাবে ১ মিনিটেইসরায়েলি নারীর হাত চেপে ধরে বিপাকে ভারতীয় নাগরিক

ইসরায়েলি এক নারীকে যৌন হয়রানির অভিযোগে ভারতের মুভাত্তুপুঝা পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি ইসরায়েলি নারীকে পেরুমাত্তামে যৌন হয়রানি করেছেন বলে গত রবিবার অভিযোগ করা হয়।

জানা গেছে, আটক ওই ব্যক্তির নাম শরিফ। তার বাবার নাম মুহাম্মদ। ভারতের মুলাভোরের বাসিন্দা তিনি। পুলিশ বলছে, ইসরায়েলি ওই নারীর বয়স ২৮ বছর। দোকানের টয়লেট থেকে ওই নারী বের হওয়ার সময় যৌন হয়রানি করেছেন শরিফ। পরে ওই নারীর অভিযোগের ভিত্তিতে শরিফকে আটক করা হয়েছে।

পুলিশ বলছে, ওই নারী ও তার ছেলে বন্ধু শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলেন। ওই সময় অতিবৃষ্টির কারণে একটি দোকানের সামনে তারা আশ্রয় নেন। একপর্যায়ে ওই নারী টয়লেটে যান। আর তার টয়লেটের বাইরে দাঁড়িয়ে থাকেন অভিযুক্ত ব্যক্তি। ওই নারী টয়লেট থেকে বের হতেই তিনি হাত চেপে ধরেন। কোনো মতে হাত ছাড়িয়ে ওই নারী তার ছেলে বন্ধুর কাছে ছুটে যান। তারপরই তিনি থানায় গিয়ে অভিযোগ করেন।

মন্তব্যসাতদিনের সেরা