kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

খেতে শিখেই ফল কামড়ে খাচ্ছে শিশু, ভিডিও ভাইরাল

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:০৩ | পড়া যাবে ১ মিনিটেখেতে শিখেই ফল কামড়ে খাচ্ছে শিশু, ভিডিও ভাইরাল

পরিবারে নতুন শিশুর আগমণের ঘটনায় আনন্দের বন্যা বয়ে যায়। একটু একটু করে সেই শিশুর বেড়ে ওঠা উপভোগ করেন স্বজনরা। প্রথম কথা বলা থেকে শুরু প্রথম সবকিছুই যেন চোখে লেগে থাকে সবার।

প্রতিটি ক্ষেত্রেই এক আলাদা রকমের আকর্ষণ সৃষ্টি করে সবাইকে। যেমন হঠাৎ করে উল্টেপাল্টে যাওয়া, একটু একটু করে বসতে শেখা, আস্তে আস্তে করে খাবারের স্বাদ বুঝতে শেখা, অতঃপর নিজের হাতে খেতে শেখা।

এই সব পর্যায়ের মধ্যে দিয়ে একটি শিশু বড় হয়। তবে সেই শিশু যতই বড় হোক বা না হোক তার প্রথম সব কিছুই ভালো লাগে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে একটি শিশুর ফল খাওয়ার দৃশ্য। 

মনযোগ দিয়ে ফল খাচ্ছে শিশুটি, যেন একদিকে পৃথিবীর সারা ব্যস্ততা আর অন্যদিকে মনযোগ সহকারে ফল খাচ্ছে সে। ভিডিওটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে ভালো লাগার কথা বলছেন নেটিজেনরা।

মন্তব্যসাতদিনের সেরা