kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

আফগানিস্তানে হাসপাতালে হামলা; নিহত ৩০, আহত ৯৫

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:১৪ | পড়া যাবে ১ মিনিটেআফগানিস্তানে হাসপাতালে হামলা; নিহত ৩০, আহত ৯৫

ছবি : বিবিসি

আফগানিস্তানের একটি হাসপাতালে ভয়াবহ হামলা চালানো হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে হাসপাতালটি অবস্থিত। কারবোমা হামলায় এখন পর্যন্ত অন্তত ৩০ জন নিহতের হওয়ার খবর মিলেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৯৫ জন।

আফগান কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। 

তালেবান জঙ্গিরা এই হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হাসপাতালটি কালাত শহরে অবস্থিত। নিহতদের মধ্যে বেশিরভাগই  চিকিৎসক এবং চিকিৎসাধীন রোগী। 

এদিকে, তালেবানের পক্ষে থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, হাসপাতালটির পাশে অবস্থিত একটি সরকারি গোয়েন্দা কার্যালয়কে টার্গেট করে হামলা চালিয়েছে তারা। 

প্রসঙ্গত, সম্প্রতি তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে একের পর এক হামলার ঘটনা ঘটছে। গত মঙ্গলবার প্রেসিডেন্ট আশরাফ গনির এক নির্বাচনী প্রচারণায় হামলা চালায় তালেবান। এতে ২৬ জন নিহত হন। 

সূত্র : বিবিসি, গার্ডিয়ান 

মন্তব্যসাতদিনের সেরা