kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

নদীতে সাঁতার কাটতে গিয়ে 'মগজ খেকো' অ্যামিবা সংক্রমণ! শিশুর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩৬ | পড়া যাবে ১ মিনিটেনদীতে সাঁতার কাটতে গিয়ে 'মগজ খেকো' অ্যামিবা সংক্রমণ! শিশুর মৃত্যু

লিলি মেই আভান্ট

লিলি মেই আভান্ট। ১০ বছর বয়সী এই মেয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা। সম্প্রতি সে একটি নদীতে সাঁতার কাটছিল। সে সময় 'মগজ খেকো' (ব্রেন ইটিং) অ্যামিবা দ্বারা সংক্রমিত হয় শিশুটি। সোমবার এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, শিশুটি যে অ্যামিবা দ্বারা আক্রান্ত হয়েছে সেটি বিরল প্রজাতির। এই অ্যামিবার বৈজ্ঞানিক নাম নায়েগ্লারা ফোয়েলরি। ওই অ্যামিবা দ্বারা সংক্রমণের ফলে সে কমায় চলে যায় (মেডিক্যাল্লি ইনড্যুসড কমা) বা চেতনাহীন হয়ে পড়ে। 

সাঁতার কাটার কিছুদিনের মধ্যে তার জ্বর ও মাথাব্যথা দেখা দেয় বলে জানা গেছে। 

সূত্র : ইনসর্টস

মন্তব্যসাতদিনের সেরা