kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

কঙ্গোয় নৌকাডুবি; ৩৪ জনের মৃত্যুর আশঙ্কা

কালের কণ্ঠ অনলাইন   

১৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:০০ | পড়া যাবে ১ মিনিটেকঙ্গোয় নৌকাডুবি; ৩৪ জনের মৃত্যুর আশঙ্কা

অতিরিক্ত যাত্রীবোঝাই ও অনিরাপদ নৌযান ব্যবহারে কঙ্গোর নদীপথে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে

ডেমোক্রেটিক রিপাবলিক (ডিআর) কঙ্গোর একটি নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। 

পুলিশ জানিয়েছে, নৌকাটি ডুবে যাওয়া যাওয়ার পর এখন পর্যন্ত ৭৬ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে নৌকাডুবির কারণ জানা যায়নি।

জানা গেছে, নৌকাটি রবিবার রাতে মাই ডোমবে প্রদেশ  ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসার দিকে যাচ্ছিল।যাত্রীদের অনেকেই সাঁতার জানত না। এমনকি তাদের পরনে লাইফজ্যাকেটও ছিল না। কাঠের তৈরি নৌকাটি ১০০ ফুট লম্বা।

প্রসঙ্গত, ডিআর কঙ্গোর নদীপথে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রীবোঝাই ও অনিরাপদ নৌযান ব্যবহারই এসব দুর্ঘটনার প্রধান কারণ।

সূত্র : বিবিসি 

মন্তব্যসাতদিনের সেরা