kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

সৌদি তেলক্ষেত্রে হামলার জেরে বাড়ল জ্বালানি তেলের দাম

কালের কণ্ঠ অনলাইন   

১৬ সেপ্টেম্বর, ২০১৯ ১২:২৭ | পড়া যাবে ১ মিনিটেসৌদি তেলক্ষেত্রে হামলার জেরে বাড়ল জ্বালানি তেলের দাম

শনিবার সৌদি আরবের দুটি তেলক্ষেত্রে হামলা চালানো হয়। এই প্রেক্ষিতে বিশ্বে জ্বালানি তেলের সরবরাহ ৫ শতাংশেরও বেশি কমে গেছে। 

একইসাথে অপরিশোধিত তেলের দাম গত চার মাসের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। 

জানা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৬৬ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ওয়েষ্ট টেক্সাস ইন্টারমিডিয়েট রোজের দাম ৮ দশমিক ৯ শতাংশ বেড়ে ৫৯ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে। 

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির রিজার্ভ থেকে তেল ছাড়ার বিষয়টি অনুমোদন করার পর দাম আবারো কমে আসে।

শনিবার সৌদি আরবের রাষ্ট্রনিয়ন্ত্রিত আরামকোর তেলক্ষেত্র দুটিতে ড্রোন হামলা চালানো হয়। এতে আগুন ধরে যায় তেলক্ষেত্রে। তেলক্ষেত্র দুটি আবকাইক ও খুরাইস প্রদেশে অবস্থিত। 

সৌদি কর্তৃপক্ষ বলছে,  এখান থেকে পুনরায় তেল উৎপাদনে আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

প্রসঙ্গত, আরামকো বিশ্বের সবচেয়ে বড় তেল কম্পানি। বিশ্বের চাহিদার ১০ ভাগ উৎপাদন করে এই কম্পানি। 

সূত্র : বিবিসি, স্ট্রেইট টাইমস 

মন্তব্যসাতদিনের সেরা