kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

ভারতে নৌকাডুবি; নিহত ১২, নিখোঁজ ৩০

কালের কণ্ঠ অনলাইন   

১৬ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৫৮ | পড়া যাবে ১ মিনিটেভারতে নৌকাডুবি; নিহত ১২, নিখোঁজ ৩০

এনডিআরএফ -এর দুইটি দল উদ্ধারকাজে অংশ নিয়েছে

ভারতের অন্ধ্রপ্রদেশে নৌকাডুবি হয়েছে । নৌকাটিতে প্রায় ৬০ জন আরোহী ছিলেন। স্থানীয় সময় রবিবার বিকালে এ ঘটনা ঘটে। 

অন্ধ্রপ্রদেশে রাজ্যের দেবীপটনম এলাকা সংলগ্ন গোদাবরী নদীতে এ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১২ জনের নিহত হওয়ার খবর মিলেছে। নিখোঁজ রয়েছেন আরও ৩০ জন। 

কর্মকর্তারা জানান, রবিবার ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনা ঘটে। এরপর নৌকাটির ২৩ জন আরোহীকে বাঁচানো সম্ভব হয়েছে। 

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) -এর দুইটি দল উদ্ধারকাজে অংশ নিয়েছে।

প্রসঙ্গত, মাত্র দুই দিন আগে মধ্যপ্রদেশে গণেশের প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে মারা যায় ১২ জন। বিশালাকৃতির গণেশ প্রতিমা বহনকারী আরোহীরা নৌকার এক পাশে বসে পড়লে তা ডুবে যায়।

সূত্র : বিবিসি, এনডিটিভি 

মন্তব্যসাতদিনের সেরা