kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

কলম্বিয়ায় বাড়ির ওপর প্লেন বিধ্বস্ত; প্রাণ গেল ৭ জনের

কালের কণ্ঠ অনলাইন   

১৬ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৩৫ | পড়া যাবে ১ মিনিটেকলম্বিয়ায় বাড়ির ওপর প্লেন বিধ্বস্ত; প্রাণ গেল ৭ জনের

ছোট একটি প্লেন একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে

কলম্বিয়ায় ছোট একটি প্লেন একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। 

দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে এ দুর্ঘটনা ঘটেছে। 

দমকল বাহিনীর একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। 

জানা গেছে, স্থানীয় সময় রবিবার দুপুর ২টা ১১ মিনিটে ওই প্লেনটি বিধ্বস্ত হয়। লোপেজ দে মিকে থেকে পোপায়ানে যাচ্ছিল প্লেনটি। 

দমকল বাহিনীর কমান্ডার জানান, প্লেনটিতে নয়জন আরোহী ছিলেন। সাতজন নিহত হয়েছে, আর অপর দুজন গুরুতর আহত হয়েছে। প্লেনটি যেখানে বিধ্বস্ত হয়ে সেখানে ভূমিতে থাকা আরেক শিশু আহত হয়েছে। 

সূত্র : এনডিটিভি, এএফপি

মন্তব্যসাতদিনের সেরা