kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

এবার অভিনেত্রীর সঙ্গে অসভ্যতা, ট্যাক্সি চালক গ্রেপ্তার

কালের কণ্ঠ অনলাইন   

১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:০০ | পড়া যাবে ১ মিনিটেএবার অভিনেত্রীর সঙ্গে অসভ্যতা, ট্যাক্সি চালক গ্রেপ্তার

কিছুদিন আগেই এক বলিউড অভিনেত্রী তাঁর যাত্রী হয়েছিলেন। সেখান থেকেই সযত্নে নম্বর তুলে রেখেছিল ফোনে। এরপর রাত বিরেতে ফোন, ভিডিও কল। শুধু তাই নয়, সেই সঙ্গে চলত নিজের যাবতীয় ফ্যান্টাসির বর্ণনা। শুধু এটুকুই নয়, মদ্যপ অবস্থায় ফোন যেত সুন্দরী যাত্রীদের কাছে। অবশেষে গুণধর সেই ক্যাব ড্রাইভারকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

উত্তরাখণ্ড থেকে রাজেশকুমার বাহাদুর রাম গ্রেপ্তার হয়। পুলিশ জানিয়েছে, ওই অভিনেত্রীর আগেও বেশ কিছুজন এই ক্যাবচালকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। কিন্তু বারবার সিম বদলে ফেলায় কিছুতেই তাকে ধরা যাচ্ছিল না। অভিনেত্রী জানিয়েছেন, তিনি আর তাঁর কিছু বন্ধু সেদিন রাত্রে ফিরছিলেন। ফেরার পথেই অসভ্যতা শুরু করেন ওই ক্যাব চালক। সেই সবকিছুই তাঁরা রেকর্ড করে রেখেছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা