kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

ফোনে কথা বলতে বলতে বসলেন এক জোড়া সাপের ওপর, অতঃপর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৪৬ | পড়া যাবে ১ মিনিটেফোনে কথা বলতে বলতে বসলেন এক জোড়া সাপের ওপর, অতঃপর মৃত্যু

ভারতের গোরক্ষপুরের রিয়ানভ গ্রামের এক বাড়িতে ঢুকে বিছানায় শুয়েছিল দুই বিষাক্ত সাপ। এমন অবস্থায় ফোনে কথা বলতে বলতে সাপের ওপরেই বসে পড়েন এক নারী। এরপরই একজোড়া সাপ বসিয়ে দিল ছোবল। দুই সাপের জোড়া কামড়ে কয়েক মিনিটের মধ্যেই প্রাণ গেল ওই গৃহবধূর। গতকাল বুধবার ঘটনাটি ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, থাইল্যান্ডে কর্মরত জয় সিং যাদবের স্ত্রী গীতা তার সঙ্গেই ফোনে কথা বলছিলেন। ফোনে কথা বলতে বলতে তিনি খেয়ালই করেননি কখন একজোড়া সাপ ঘরে ঢুকে পড়েছে। পরে গীতার বাড়ির বিছানার উপরেই উঠে পড়ে দু’টি সাপ।

ফোনে কথা বলতে বলতেই নিজের ঘরে ঢোকেন গীতা। বিছানায় যে দু’ই সাপ বসে আছে তা টেরও পাননি গীতা। কথা বলতে বলতেই সাপের ওপরে বসে পড়েন তিনি। এরপরই সাপগুলো কামড় বসিয়ে দেয়। ছোবলে কয়েক মিনিটের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যান গীতা। এই ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মন্তব্যসাতদিনের সেরা