kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

জাপানে ট্রেন-ট্রাক সংঘর্ষ : নিহত ১, গুরুতর আহত ৩৪

কালের কণ্ঠ অনলাইন   

৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:১৬ | পড়া যাবে ১ মিনিটেজাপানে ট্রেন-ট্রাক সংঘর্ষ : নিহত ১, গুরুতর আহত ৩৪

রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে

জাপানে একটি রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর মিলেছে। এ ছাড়া নারী ও শিশুসহ অন্তত ৩৪ জন গুরুতর হয়েছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর ইওকোহামাতে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ট্রানটিতে অন্তত ৫০০ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় ট্রাকচালক হয়তো  ট্রেনের নিচে চাপা পড়েছেন। কিভাবে ওই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।

এদিকে, জাপানি টেলিভিশনে দেখা গেছে, ট্রেনের সামনের অংশ হেলে পড়েছে। ট্রেনের পেছনের বগিগুলো লাইনচ্যুত হয়ে গেছে।

প্রসঙ্গত, এ ধরনের দুর্ঘটনা খুবই বিরল জাপানে। কারণ, নিরাপত্তা এবং নিয়মানুবর্তিার জন্য সেখানকার ট্রেন সেবার বেশ সুনাম রয়েছে।

সূত্র : জাপান টাইমস. কিয়োদো নিউজ 

মন্তব্যসাতদিনের সেরা