kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

পাঞ্জাবে আতশবাজি কারখানায় বিস্ফোরণ; নিহত বেড়ে ২৩

কালের কণ্ঠ অনলাইন   

৫ সেপ্টেম্বর, ২০১৯ ১১:২৪ | পড়া যাবে ১ মিনিটেপাঞ্জাবে আতশবাজি কারখানায় বিস্ফোরণ; নিহত বেড়ে ২৩

আগুন নেভানো ও উদ্ধার অভিযান

গতকাল বুধবার ভারতের পাঞ্জাব রাজ্যে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এর আগে, এক প্রতিবেদনে ১৬ জনের মৃত্যুর খবর বলা হয়েছিল। 

কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে। 

গতকাল বিকেলে পাঞ্জাবের গুরদাসপুর শহরের একটি আতশবাজি তৈরির কারখানায় আচমকা এ বিস্ফোরণ ঘটে। একইদিন রাতেও মরদেহগুলো বের করে আনা এবং আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালানো হয়।
 
স্থানীয় এক বাসিন্দা জানান, শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ৫৫০তম জন্মতিথি উদযাপন উপলক্ষে বুধবার একটি 'নগর কীর্তন' বেরুনোর কথা ছিল। মূলত এ জন্যই বিপুল পরিমাণ আতশবাজি তৈরি করে সেখানে মজুদ করা হচ্ছিল।

রাজ্যের একজন মুখপাত্র জানান, পাঞ্জাবের ঘন জনবসতিপূর্ণ বাতালা এলাকায় আচমকা এই বিস্ফোরণটি ঘটে। এতে কারখানাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তাছাড়া দাহ্য পদার্থে বোঝাই ভবনটির আশেপাশে থাকা বাড়িঘরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার মধ্যে একটি গাড়ির ওয়ার্কশপও আছে।

সূত্র : এনডিটিভি 

 

মন্তব্যসাতদিনের সেরা