kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

অভিনব ভঙ্গিতে মোদিকে হুমকি দিলেন পাকিস্তানি গায়িকা (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

৪ সেপ্টেম্বর, ২০১৯ ২১:১০ | পড়া যাবে ১ মিনিটেসকল ভারতীয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়েছেন পাকিস্তানী পপ গায়িকা রবি পিরজাদা। অভিনব ভঙ্গিতে তিনি এ হুমকি দিয়েছেন। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। 

৫০ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রবি পিরজাদার হাতে রয়েছে একটি সাপ, সামনে রয়েছে আরও একটি সাপ এবং একটি কুমির। 

নিজের টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করে রবি পিরজাদা লিখেছেন, মোদির বিরুদ্ধে একটা কাশ্মিরী মেয়ে তৈরি করছি। তবে আর যাই হোক ওই লোকটাকে জাহান্নামে যেতেই হবে। আর তাঁর মতো বাকি লোকগুলোকেও যেতে হবে জাহান্নামে। 

সেই ভিডিওতে রবিকে বলতে শোনা গেছে, কাশ্মিরী নারী ভারতের জন্য সাপ নিয়ে তৈরি। 

তাঁর সামনে সেই মুহূর্তে কিলবিল করছিল সাপ। ছিল একটি কুমিরও। 

সেই ভিডিওতে তিনি আরও বলছেন যে, মোদির জন্য তাঁর কাছে অনেক উপহার রয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা